
ধর্মশালা, ৬ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের ধর্মশালায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে ইন্দোরা থানার অন্তর্গত গাগওয়াল গ্রামে। তল্লাশির সময় ৬২.৬৬ গ্রাম মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় পুলিশ এক যুবকে গ্রেফতার করেছে।
শনিবার এক পুলিশ আধিকারিক জানান,ধৃত যুবকের নাম রাকেশ। ওই যুবক গুরুদাসপুর জেলার (পঞ্জাব) বাসিন্দা এবং বর্তমানে গাগওয়াল গ্রামে বসবাস করে। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে যুবক মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত । শুক্রবার রাতে ইন্দোরা থানার অন্তর্গত গাগওয়াল গ্রামে যুবকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । বাড়ি থেকে ৬২.৬৬ গ্রাম মাদক এবং তার সঙ্গে নগদ ৫০,০০০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন