ব্রিগেডে ‘পাঁচ লক্ষের জমায়েতে’ গীতাপাঠে সাড়া জাগাতে উদ্যোগী বিজেপি
কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.): শনিবার রাত পোহালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজনে ‘পাঁচ লক্ষ জমায়েত‘-এর পরিকল্পনা। সেই মতো তৈরি হয়েছে সামগ্রিক পরিকল্পনা। গীতাপাঠের কর্মসূচির জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ব্রিগেডে। মূল মঞ্চের দু’পাশে থাকবে
ব্রিগেডে ‘পাঁচ লক্ষের জমায়েতে’ গীতাপাঠে সাড়া জাগাতে উদ্যোগী বিজেপি


কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.): শনিবার রাত পোহালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজনে ‘পাঁচ লক্ষ জমায়েত‘-এর পরিকল্পনা। সেই মতো তৈরি হয়েছে সামগ্রিক পরিকল্পনা।

গীতাপাঠের কর্মসূচির জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ব্রিগেডে। মূল মঞ্চের দু’পাশে থাকবে দুই মঞ্চ। সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিত সাধুসন্তেরা থাকবেন মূল মঞ্চে। সেই মঞ্চ থেকেই হবে গীতাপাঠ। আর পাশের দুই মঞ্চে বসবেন এ রাজ্যের পরিচিত সাধুসন্তেরা।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চের সামনে তৈরি করা হয়েছে একটি ছোট্ট মঞ্চ। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গীতাপাঠ শুরুর আগে ওই মঞ্চ থেকে মোট তিনটি গানের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে!

লোকসভা ভোটের আগে ২০২৩ সালে ডিসেম্বরে ব্রিগেডে আয়োজন করা হয়েছিল লক্ষ কণ্ঠের গীতাপাঠের। দু’বছর পর আবার এক ডিসেম্বরে সেই ব্রিগেডেই আয়োজন হচ্ছে গীতাপাঠের। আয়োজনের দায়িত্বে সেই ‘সনাতন সংস্কৃতি সংসদ’। তবে নেপথ্যে থেকে বিজেপি নেতৃত্ব সমর্থন জোগাচ্ছেন, তা বলাই বাহুল্য।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande