ভোটাধিকার সুরক্ষা ও সৎ নির্বাচনের দাবিতে শিলিগুড়িতে যুব কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি
শিলিগুড়ি, ৬ ডিসেম্বর ( হি. স.) : বিভিন্ন গণতান্ত্রিক দাবি ও ভোটাধিকারের সুরক্ষার বিষয় তুলে ধরে শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করল যুব কংগ্রেস। শনিবার ভেনাস মোড়, বিধান ভবন, হিলকার্ট রোড এবং দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে এই কর্মসূ
পথ অবরোধ ও বিক্ষোভ


শিলিগুড়ি, ৬ ডিসেম্বর ( হি. স.) : বিভিন্ন গণতান্ত্রিক দাবি ও ভোটাধিকারের সুরক্ষার বিষয় তুলে ধরে শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করল যুব কংগ্রেস। শনিবার ভেনাস মোড়, বিধান ভবন, হিলকার্ট রোড এবং দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।যুব কংগ্রেসের অভিযোগ, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ভোট চুরি, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও নাগরিকদের ভোটাধিকার খর্ব হওয়ার আশঙ্কা নিয়ে তারা সুর চড়ায়। কর্মসূচির পাশাপাশি একটি প্রতিবাদ মিছিলও আয়োজন করা হয়, যাতে বহু কর্মী অংশ নেন।এই প্রতিবাদের মূল দাবিগুলি ছিল— “ভোট চুরি নয়, সৎ নির্বাচন চাই”, ভোটের অধিকার রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণ, ভোট ডাকাতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং মানুষের রায়কে সম্মান জানিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা। যুব কংগ্রেস নেতারা বলেন, সাধারণ মানুষের ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি এবং তা কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande