
পুরাতন মালদা, ৬ ডিসেম্বর ( হি. স.): শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বাড়তে থাকা অভিযোগের প্রেক্ষিতে পুরাতন মালদা পৌরসভা সাফাই কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকের আয়োজন করে। শনিবার দুপুর ১টায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান তথা ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারীসহ অন্যান্য জনপ্রতিনিধি। উপস্থিত ছিলেন ২০টি ওয়ার্ডের সকল সাফাই কর্মীও।জানা গেছে, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা অপসারণে অনিয়ম ও দেরির অভিযোগ উঠছিল। স্কুল শুরু হওয়ার সময়ে রাস্তা-ঘাট অপরিষ্কার থাকায় ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের। এই পরিস্থিতিতেই কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেই সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেয় পৌরসভা।বৈঠকে সাফাই কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিদিন সকাল ১০টার মধ্যে—স্কুল খোলার আগেই—শহরের সমস্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করতে হবে। কোন ওয়ার্ডে কতজন কর্মী রয়েছেন এবং কোথায় কী সমস্যা রয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।পৌরসভা জানিয়েছে, কোথাও কর্মীর ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করা হবে। একই সঙ্গে কঠোর বার্তা দেওয়া হয়েছে—শহর পরিষ্কারে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়