রায়পুরে ২৬.২২ গ্রাম মাদক সহ দুই যুবক গ্রেফতার
রায়পুর, ৬ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের রায়পুর জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে ডিডিইউ অডিটোরিয়াম রোডের বিজ্ঞান কলেজ মাঠের কাছে। ঘটনায় পুলিশ দুই যুবকে গ্রেফতার করেছে। শনিবার এক পুলিশ আধিকারিক জানান,ধৃত দুই
রায়পুরে ২৬.২২ গ্রাম মাদক সহ দুই যুবক গ্রেফতার


রায়পুর, ৬ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের রায়পুর জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে ডিডিইউ অডিটোরিয়াম রোডের বিজ্ঞান কলেজ মাঠের কাছে। ঘটনায় পুলিশ দুই যুবকে গ্রেফতার করেছে।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান,ধৃত দুই যুবকের নাম আয়ুষ দুবে। যুবক রায়পুরের পঞ্চশীল নগরের বাসিন্দা।মৃত্যুঞ্জয় দুবে, রায়পুরের পাচপেদি নাকারের বাসিন্দা। গোপন সূত্রে পুলিশ খবর পায় ডিডিইউ অডিটোরিয়াম রোডে একটি কালো গাড়িতে দুই যুবক চিত্তা (হেরোইন) বিক্রি করার জন্য গ্রাহক খুঁজছিল। পুলিশ তল্লাশির সময় দুই যুবকের কাছ থেকে ২৬.২২ গ্রাম মাদক উদ্ধার করে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ২,৬০,১০০ লক্ষ টাকা। মাদকের পাশাপাশি, পুলিশ প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করেছে। যার মোট মূল্য প্রায় ৭৪,০০০ টাকা। ধৃতদের কাছ থেকে গাড়ি, মোবাইল ফোন এবং মাদক সহ ২.৩ মিলিয়ন টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে । মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande