
শিলিগুড়ি, ৬ ডিসেম্বর (হি.স.) : মাদক পাচার করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা গ্রেফতারের ঘটনায় তদন্তে নেমে এবারে এক মাদক ডিলারকে গ্রেফতার করলো পুলিশ।
প্রসঙ্গত, খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফ্লাইওভারে মাদক হাতবদল করার সময় এসএসবি’র হাতে গ্রেফতার হয়েছিল তৃণমূল ছাত্র নেতা সুরজিৎ সাহা। ধৃত ছাত্র নেতার হেফাজত থেকে ১০২ গ্রাম মরফিন উদ্ধার করা হয়।সেই ঘটনার তদন্তে নেমে পানিট্যাঙ্কি থেকে এবার গ্রেফতার হল ধনেশ্বর সিং ওরফে মদন।
শুক্রবার গভীর রাতে খড়িবাড়ি থানার পুলিশ ধনেশ্বরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত ধনেশ্বর সীমান্তে বসে মাদকের জাল ছড়িয়েছিল।দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে সীমান্ত এলাকায় ব্যবসা চালাচ্ছিল সে।তৃণমূল ছাত্র নেতার সঙ্গেও তার সম্পর্ক রয়েছে।
শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি