উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক হুগলীর জেলা পর্যবেক্ষকের
হুগলি, ৬ ডিসেম্বর (হি. স .): জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার জেলা শাসকের সার্কিট হাউসে আসেন হুগলীর জেলা অবজারভার ওঙ্কার সিং মীনা। বৈঠকে জেলা পর্যবেক্ষকের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক এবং অন্যান্য প্রশাস
উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক হুগলীর জেলা পর্যবেক্ষকের


হুগলি, ৬ ডিসেম্বর (হি.

স .): জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার জেলা শাসকের সার্কিট হাউসে আসেন হুগলীর জেলা অবজারভার ওঙ্কার সিং মীনা।

বৈঠকে জেলা পর্যবেক্ষকের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন এবং বিভিন্ন পর্যায়ের অগ্রগতি, সমস্যা ও তার সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে জেলা পর্যবেক্ষক বলেন, “হুগলি জেলায় অত্যন্ত ভালো কাজ হচ্ছে। জেলার বিভিন্ন এসডিও ও বিডিওদের উপস্থিতিতে আজকের বৈঠকে সব সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। জেলা প্রশাসন নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রতিটি প্রকল্পের কাজ সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে।”

তিনি বলেন, “আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু সমস্যা থাকলেও সেগুলোর দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘বাংলার আবাস’ প্রকল্প নিয়েও আমি সন্তুষ্ট।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের রাস্তাশ্রী প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান, বাংলার বাড়ি প্রকল্প, বাংলার সাহায্য কেন্দ্র-সহ একাধিক সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করতে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক শুরু হয়েছে বিভিন্ন জেলায়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande