সোনাগাছির আতঙ্ক দূর করতে মঙ্গলবার শিবির করবে ইসি
কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.): এসআইআর প্রক্রিয়ায় সোনাগাছির আতঙ্ক দূর করতে মঙ্গলবার সেখানে শিবির করবে নির্বাচন কমিশন। ঘরছাড়া মহিলারা কোথায় পাবেন পূর্বপুরুষের পরিচয়পত্র এপিক নম্বর? গুরুতর এই সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল যৌনকর্মী ও ত
সোনাগাছির আতঙ্ক দূর করতে মঙ্গলবার শিবির করবে ইসি


কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.):

এসআইআর প্রক্রিয়ায় সোনাগাছির আতঙ্ক দূর করতে মঙ্গলবার সেখানে শিবির করবে নির্বাচন কমিশন। ঘরছাড়া মহিলারা কোথায় পাবেন পূর্বপুরুষের পরিচয়পত্র এপিক নম্বর? গুরুতর এই সমস্যার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার।

এই আর্জিতে সাড়া দিয়েছে কমিশন। জানা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর সোনাগাছিতে যৌনকর্মীদের নাগরিক অধিকার সুরক্ষার লক্ষ্যে আয়োজন করা হবে বিশেষ শিবির।

দুর্বার মহিলা সমন্বয় কমিটির সভাপতি বিশাখা লস্কর জানান, “শুক্রবার ডিসট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার-এর সঙ্গে আমাদের কথা হয়েছে। সেখানে বলা হয়েছে ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে ৩টি শিবির করা হবে।”

বিশাখার কথায়, “যৌনকর্মীদের কারও নাম বাদ পড়ছে কি না, কিংবা এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না সেটা খতিয়ে দেখবেন আধিকারিকরা।” তিনি বলেন, “২০০২ সালে দুর্বারের উদ্যোগে এখানকার মেয়েরা প্রথম ভোটাধিকার পেয়েছিল। ফলে কারও কারও নাম ভোটার তালিকায় থাকলেও, অনেকেরই নাম নেই। ঘর ছেড়ে চলে আসা একজন মহিলার পক্ষে বাবা-মায়ের নথি জোগাড় করা সম্ভব নয়। ফলে আমাদের দাবি, এসআইআরে সকল যৌনকর্মীর নাম উঠুক। এবং তাঁদের সন্তানদেরও নাম তোলার ব্যবস্থা করুক কমিশন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande