
ক্যানিং, ৬ ডিসেম্বর (হি. স.) : এস আই আর চলছে রাজ্য জুড়ে। বিভিন্ন জায়গায় এস আই আর নিয়ে নানা ধরনের অভিযোগও সামনে এসেছে। বিশেষ করে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ সামনে এসেছে। আর এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে গ্রামে গ্রামে ঘুরে এলাকার মানুষের সাথে কথা বললেন নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। শনিবার ক্যানিংয়ের মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের থুমকাঠি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে এলাকার মানুষদের সাথে কথা বলেন তাঁরা।
এদিন দুপুরেই নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল আসেন ক্যানিংয়ে। দলে ছিলেন সৌমজিৎ ঘোষ, ভিভোর আগরওয়াল ও বিধান চন্দ্র পাত্র। ক্যানিংয়ের মহকুমাশাসক সহ মহকুমার অন্যান্য বিডিও ও সরকারি আধিকারিকদের সাথে প্রায় দু ঘণ্টার বৈঠক করেন। বৈঠকের পর ফিল্ড ভিজিটে যান তাঁরা। ক্যানিংয়ের মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের থুমকাঠি এলাকায় যান কমিশনের এই প্রতিনিধি দলটি। বি এল ও এই এলাকায় ঠিক মতো কাজ করেছেন কিনা সেটা খতিয়ে দেখেন। কথা বলের গ্রামের মানুষদের সাথে। পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে ঠিক মতো বাদ দেওয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখেন তাঁরা।
আচমকাই গ্রামের এক একটি বাড়িতে ঢুকে যান এদিন পর্যবেক্ষক দলের সদস্যরা। কথা বলেন গ্রামের মানুষদের সাথে। সকলে এমুনারেশান ফর্ম ফিলাপ করেছেন কিনা যেমন জিজ্ঞাসা করেন, তেমনি পরিবারে কেউ মারা গিয়েছেন কিনা, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কিনা এসব জিজ্ঞাসাবাদও করেন। এমনকি পাড়ার বা গ্রামের কোন মানুষ মারা গিয়েছেন কিনা, তাঁদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এই গ্রামের বাসিন্দা অপর্ণা রাজ, অনুপ ঘোষালরা বলেন, “ এদিন বিকেলে আচমকাই নির্বাচন কমিশনের লোকজন বাড়িতে আসেন। আমাদের এনুমারেশান ফর্ম খতিয়ে দেখেন। পরিবারে কেউ সম্প্রতি মারা গিয়েছেন কিনা, তাঁদের নাম এখনও ভোটার তালিকায় রয়েছে কিনা সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন।” এই এলাকার অর্থাৎ ১১৬ নম্বর পার্টের বিএলও বাবলু হালদার বলেন, “ আসলে আমরা ঠিক মতো এসআইআরের কাজ করেছি কিনা সেটাই খতিয়ে দেখতে এসেছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে গ্রামে ঘুরে, মানুষের সাথে কথা বলে ওনারা খুশি। এই এলাকায় কাজ ভালো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।” পর্যবেক্ষক দলে থাকা বিধান চন্দ্র পাত্র বলেন, “ আমরা ফিল্ড ভিজিট করলাম। এটা রুটিন কাজ আছে আমাদের।”
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা