সমাজে শান্তি অত্যাবশ্যক : রাজ্যপাল বোস
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : সমাজে শান্তি অত্যাবশ্যক, মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। শনিবার রাজ্যপাল বলেন, আমি কঠোর নির্দেশ দিয়েছিলাম, আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া র
সি ভি আনন্দ বোস


নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : সমাজে শান্তি অত্যাবশ্যক, মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। শনিবার রাজ্যপাল বলেন, আমি কঠোর নির্দেশ দিয়েছিলাম, আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া রাজ্য সরকারের কর্তব্য। একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমরা লক্ষ্য রাখছি যে কোনও পরিস্থিতিতে কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। আমাদের যা প্রয়োজন তা হল সমাজে শান্তি প্রতিষ্ঠা। এই অনুষ্ঠানটি অত্যন্ত শান্তভাবে এবং শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আমি বাংলার জনগণের প্রশংসা করি। হাইকোর্ট আরও বলেছে, যৌথ শৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের কর্তব্য, আমি কাউকে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে দেব না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande