সম্প্রীতি ও সংবিধান রক্ষায় প্রদেশ কংগ্রেসের পদযাত্রা
কলকাতা, ৬ ডিসেম্বর ( হি. স.)- বাবরি মসজিদ ভাঙার ঘটনার বার্ষিকীতে সম্প্রীতি ও সংবিধান রক্ষার ডাক দিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস শনিবার কলকাতায় এক পদযাত্রার আয়োজন করে। দলের অভিযোগ, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের সেই ঘটনার পর থেকেই আরএসএস ও বিজেপি বিভাজনে
শুভঙ্কর সরকার


কলকাতা, ৬ ডিসেম্বর ( হি. স.)- বাবরি মসজিদ ভাঙার ঘটনার বার্ষিকীতে সম্প্রীতি ও সংবিধান রক্ষার ডাক দিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস শনিবার কলকাতায় এক পদযাত্রার আয়োজন করে। দলের অভিযোগ, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের সেই ঘটনার পর থেকেই আরএসএস ও বিজেপি বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে এবং সমাজে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের দাবি, রাজ্য ও কেন্দ্র—উভয় সরকারই মানুষের জীবিকা, বেকারত্ব, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করছে।কংগ্রেসের মতে, এই ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ক্রমাগত মূল্যবৃদ্ধি, বাড়তে থাকা বেকারত্ব এবং পরিচয়-শ্রমিকের সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ তোলে দলটি।শনিবার পদযাত্রা টিপু সুলতান মসজিদ থেকে শুরু হয়ে রাম মন্দির পর্যন্ত গিয়ে শেষ হয়। প্রদেশ কংগ্রেসের বক্তব্য, এই যাত্রার উদ্দেশ্য ছিল সকল মানুষের কাছে শান্তি, সম্প্রীতি ও সংবিধান রক্ষার বার্তা পৌঁছে দেওয়া।প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “ঘৃণার রাজনীতি রোখাই এই কর্মসূচির মূল লক্ষ্য। মানুষ শান্তি চায়, বিভাজন নয়।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande