অসাংবিধানিক কিছুই করিনি, বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুন
মুর্শিদাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.): অসাংবিধানিক কিছুই করিনি, বাবরি মসজিদ প্রসঙ্গে বললেন সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির। শনিবার বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর, বরখাস্ত হওয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমি অসাংবিধানিক ক
হুমায়ুন কবির


মুর্শিদাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.): অসাংবিধানিক কিছুই করিনি, বাবরি মসজিদ প্রসঙ্গে বললেন সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির। শনিবার বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর, বরখাস্ত হওয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমি অসাংবিধানিক কিছু করছি না। যে কেউ মন্দির, গির্জা তৈরি করতে পারে, আর আমি মসজিদ তৈরি করব। বলা হচ্ছে যে বাবরি মসজিদ তৈরি করা যাবে না। এটা কোথাও লেখা নেই। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে হিন্দুরা বাবরি মসজিদ ভেঙেছে। হিন্দুদের অনুভূতির কথা বিবেচনা করে মন্দির তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাকে থামানোর জন্য মামলা করা হয়েছিল, কিন্তু যারা আল্লাহর সঙ্গে আছেন তাদের কেউ থামাতে পারবে না।

হুমায়ুন বলেন, অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদকে বিতর্কিত বলা হয়। এটি সেখানেই নির্মিত হয়েছিল যেখানে একসময় রাম মন্দির ছিল। ইতিহাসে এর উল্লেখ আছে। বাংলায় ৪ কোটি মুসলিম আছে, তাদের কি বাবরি মসজিদ নির্মাণের অধিকার নেই? হুমায়ুন আরও বলেন, বাংলার ৩৭ শতাংশ মুসলিম জনসংখ্যা যে কোনও মূল্যে বাবরি মসজিদ নির্মাণ করবে; কেউ একটি ইটও নড়াতে পারবে না। অযোধ্যায় ভেঙে ফেলা মসজিদটি বেলডাঙায় নির্মিত হবে। ৩০০ কোটি টাকার বাজেটে মসজিদ, একটি হাসপাতাল, একটি অতিথিশালা এবং একটি সভাকক্ষ নির্মিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande