
কলকাতা, ৬ ডিসেম্বর, (হি.স.): দেশজুড়ে প্রায় হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ভোগান্তির শিকার শয়ে শয়ে যাত্রী। এই পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। শনিবার থেকে চালু হয়ে গিয়েছে ট্রেন। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা।
গত চার দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। ফ্লাইট পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। তাই দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার অর্থাৎ ৬ ডিসেম্বর রাত্রি ৯টা ৩৫ মিনিটে ছাড়ছে চেরলাপল্লি থেকে ০৭১৪৮ চেরলাপল্লি-শালিমার বিশেষ ট্রেন।
রবিবার, ৭ ডিসেম্বর দুপুর ২টো ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৩ সাঁতরাগাছি–ইলাহাঙ্কা
বিশেষ ট্রেন। সোমবার দু’টি ট্রেন রয়েছে। রাত ১১টা ৫ মিনিটে থাকছে ০২৮৬৯ সিএসএমটি মুম্বই-হাওড়া স্পেশাল এবং তার পরে ২টা ১০ মিনিটে শালিমার থেকে ছাড়বে ০৭১৪৯ শালিমার-চেরলাপল্লি স্পেশাল। এর পরে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৪ ইলাহাঙ্কা–সাঁতরাগাছি বিশেষ ট্রেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত