সিমনায় যোগদান সভায় বিজেপিতে নতুন ৩১২ ভোটারের অন্তর্ভুক্তি
আগারতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : পশ্চিম ত্রিপুরার সিমনায় শনিবার অনুষ্ঠিত হল বিজেপি-এর যোগদান সভা। বিজেপি-এর সিমনা মণ্ডলের বড়কাঁঠাল বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩১২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগত সদস্যদের দলে স্বাগত জানান মুখ্যম
বিজেপির যোগদান সভা


আগারতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : পশ্চিম ত্রিপুরার সিমনায় শনিবার অনুষ্ঠিত হল বিজেপি-এর যোগদান সভা। বিজেপি-এর সিমনা মণ্ডলের বড়কাঁঠাল বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩১২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগত সদস্যদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন জনজাতি ভাই-বোনদের সহযোগিতা ছাড়া কখনই সম্ভব নয়। যারা আজ বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি আরও আহ্বান জানান, রাজনৈতিক স্বার্থে বিভ্রান্ত না হয়ে জনজাতি উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের ধারায় সামিল হওয়ার জন্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande