উত্তর প্রদেশের হারদোইয়ে কারখানায় ভয়াবহ আগুন, দমকলের চেষ্টায় আয়ত্তে
হারদোই, ৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের হারদোই জেলায় ভয়াবহ আগুন লাগল একটি কারখানায়। শনিবার সকালে ওই কারখানায় আগুন লাগে, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ওই কারখানা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকল
উত্তর প্রদেশের হারদোইয়ে কারখানায় ভয়াবহ আগুন, দমকলের চেষ্টায় আয়ত্তে


হারদোই, ৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের হারদোই জেলায় ভয়াবহ আগুন লাগল একটি কারখানায়। শনিবার সকালে ওই কারখানায় আগুন লাগে, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ওই কারখানা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

দমকল অফিসার মহেশ প্রতাপ সিং বলেন, শনিবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই এবং তাৎক্ষণিকভাবে দু'টি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাই, আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আমরা আরও দু'টি দমকল ইঞ্জিন ডেকে পাঠাই। আগুন অনেকটাই আয়ত্তে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande