
কলকাতা, ৬ ডিসেম্বর ( হি. স.) : ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মতুয়া ধর্মগুরু তথা বড় ঠাকুর সুব্রত ঠাকুর। তিনি জানান, “আমি অবশ্যই উপস্থিত থাকব এবং আমার কমিটির সদস্যরাও থাকবেন। পাশাপাশি মতুয়া পাগল গোসারাইও উপস্থিত থাকবেন।”বড় ঠাকুর সুব্রত ঠাকুরের মতে, মতুয়া সমাজের ঐক্যই তাদের শক্তির প্রধান ভিত্তি। তিনি বলেন, “আমরা একত্রিত হয়ে যদি একসঙ্গে থাকতে পারি, এটাই আমাদের শক্তি।’’ গীতা পাঠের মতো বৃহৎ কর্মসূচিতে মতুয়া সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ সমাজের ঐক্যের বার্তা দেবে বলেই মনে করছেন তিনি।ধর্মীয় ও সামাজিক সংহতি প্রসঙ্গে বড় ঠাকুর আরও বলেন, “ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়া দরকার। সব ধর্মের মানুষের আলাদা আলাদা রাষ্ট্র রয়েছে, কিন্তু হিন্দুদের কোনও রাষ্ট্র নেই। তাই সমগ্র সনাতনীরা একত্রিত হয়ে থাকতে পারাটাই আমাদের শক্তি।”৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই ঐতিহাসিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে। আয়োজকরা জানান, শান্তি, ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই মহাযজ্ঞের আয়োজন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়