
মুর্শিদাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.): ঘোষণা মতোই মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবীর। কিন্তু সাসপেন্ড হওয়া এই তৃণমূল বিধায়কের শিলান্যাস কর্মসূচির জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল ১২ নম্বর জাতীয় সড়ক।
শনিবার সকাল থেকেই মুর্শিদাবাদের বেলডাঙার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। বেলা গড়াতেই রাস্তার কলকাতামুখী লেনে পর পর দাঁড়িয়ে পড়ে গাড়িগুলি। তুলনায় শিলিগুড়িমুখী লেনে যানজট কম ছিল। তবে ওই লেন ধরেও খুব ধীর গতিতে গাড়ি এগোয়। এর ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা