জিন্দ জেলায় গাড়ির ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু
জিন্দ, ৬ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের জিন্দ জেলায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে, বালভবন রোডে ঘটনাটি ঘটেছে। শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যক্তির নাম ভারত ভূষণ(৫০)। তিনি আরবান এস্টেটের বাসিন্দা। তিনি বালভবন রোডে মুখ
জিন্দ জেলায় গাড়ির ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু


জিন্দ, ৬ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের জিন্দ জেলায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে, বালভবন রোডে ঘটনাটি ঘটেছে।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যক্তির নাম ভারত ভূষণ(৫০)। তিনি আরবান এস্টেটের বাসিন্দা। তিনি বালভবন রোডে মুখি দি হাট্টি নামে একটি দোকান চালাতেন। শুক্রবার রাতে তিনি তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বালভবন রোডে রাস্তা পার হওয়ার সময়, একটি দ্রুত গতিতে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। যার ফলে তার ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। শনিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande