
বারাসাত, ৬ ডিসেম্বর ( হি. স.): আবারও বিতর্কের কেন্দ্রে বারাসাত হাসপাতাল। রোগী নির্যাতনের অভিযোগে আগেও শিরোনামে উঠে এসেছিল এই সরকারি হাসপাতাল। শনিবার সকালে হাটখোলা এলাকার বাসিন্দা ২২ বছরের গর্ভবতী শবনম-কে প্রেগনেন্সির ব্যথা ওঠায় পরিবার বারাসাত হাসপাতালে নিয়ে আসে। অভিযোগ, ভর্তি হওয়ার পর ব্যথা বেড়ে যাওয়ার কথা ডাক্তারদের জানাতে গেলে শবনমকে জানানো হয়—এখানে কোনও চিকিৎসা হবে না। এর কারণ জানতে চাইতেই ওয়ার্ডের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।হঠাৎ ঘটনার ফলে আতঙ্কিত হয়ে শবনম বাড়িতে খবর দেন। পরিবারের সদস্যরা হাসপাতালে এসে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কথা শুনতে নারাজ ছিলেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ।পরিবারের দাবি, গর্ভবতী রোগীকে হুইলচেয়ারে চড়িয়ে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরানো হয়, যা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে শবনমকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও পরিবারের অভিযোগ—যেখানে একজন গর্ভবতী মহিলাকে মারধর করা হয়, সেখানে তাঁর নিরাপদ ডেলিভারি কিভাবে হবে, তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়