শীতের বাজারে ডিমের দাম চড়ছে, কালোবাজারি রুখতে বড় বাজারে টাস্ক ফোর্সের হানা
কলকাতা, ৬ ডিসেম্বর ( হি. স.) : শীতের মরশুমে রাজ্যের ডিমের বাজার আবারও ঊর্ধ্বমুখী। খুচরো স্তরে বর্তমানে প্রতি ডিমের দাম ৮ থেকে ৯ টাকা হওয়ায় নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যের বোঝা বেড়েছে সাধারণ ক্রেতাদের উপর। ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে অতিরিক্ত দ
ডিম


কলকাতা, ৬ ডিসেম্বর ( হি. স.) : শীতের মরশুমে রাজ্যের ডিমের বাজার আবারও ঊর্ধ্বমুখী। খুচরো স্তরে বর্তমানে প্রতি ডিমের দাম ৮ থেকে ৯ টাকা হওয়ায় নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যের বোঝা বেড়েছে সাধারণ ক্রেতাদের উপর। ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে অতিরিক্ত দাম ধার্য করার অভিযোগ ওঠায় পরিস্থিতি সামলাতে সক্রিয় হয়েছে প্রশাসন।শনিবার সকালে মানিকতলা বাজারসহ শহরের একাধিক বড় পাইকারি ও খুচরো বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। বাজার পরিদর্শনে গিয়ে সদস্যরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অকারণে দাম বাড়ানো বা কৃত্রিমভাবে সংকট তৈরি করার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। টাস্ক ফোর্সের সদস্যদের স্পষ্ট বার্তা, ডিমের বাজারে কোনও ধরনের কালোবাজারি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়ম ধরা পড়লে সরাসরি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।পরিদর্শনের সময় দোকানগুলিতে স্টক খতিয়ে দেখা হয় এবং দামের তালিকা যাচাই করা হয়। সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং যথাযথ দামে পণ্য বিক্রি নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রশাসন। টাস্ক ফোর্সের নিয়মিত নজরদারি চলবে বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande