৬ ডিসেম্বর দাসত্বের চিহ্ন মুছে ফেলার দিন : বাবা রামদেব
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের তীব্র সমালোচনা করলেন বাবা রামদেব। তিনি বলেন, ৬ ডিসেম্বর দাসত্বের চিহ্ন মুছে ফেলার দিন। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব বলেন, ভারত বাবরের দেশ নয়
রামদেব


নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের তীব্র সমালোচনা করলেন বাবা রামদেব। তিনি বলেন, ৬ ডিসেম্বর দাসত্বের চিহ্ন মুছে ফেলার দিন। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব বলেন, ভারত বাবরের দেশ নয়। ভারত মহারাণা প্রতাপ, ছত্রপতি শিবাজি মহারাজ, চন্দ্রশেখর, রাজগুরু, ভগত সিং, রাম-কৃষ্ণ, সনাতন এবং শিবের। বাবর ছিলেন একজন বিদেশী আক্রমণকারী এবং ডাকাত।

রামদেব বলেন, যারা তার নাম মহিমান্বিত করতে চায় তারা ভারতের বিশ্বাসঘাতক। এই ধরনের লোকেরা তাদের লক্ষ্যে কখনও সফল হবে না। আমরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নই। বাবর না ইসলাম অনুসরণ করেছিলেন এবং না তিনি একজন মুসলিম ছিলেন। তিনি কেবল একজন নিষ্ঠুর আক্রমণকারী ছিলেন। তাকে মহিমান্বিত করা উচিত নয়। ৬ ডিসেম্বর দাসত্বের চিহ্ন মুছে ফেলার দিন। ভারতের মানুষ এখন জেগে উঠেছে। তারা কোনও বিদেশী আক্রমণকারীকে মহিমান্বিত হতে দেবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande