
দক্ষিণ দিনাজপুর, ৬ ডিসেম্বর (হি.স.): যুবতীকে ধর্ষণের পর খুন করে দেহ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! দোষী তিনজনকে শনিবার যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত।
অভিযুক্ত মাহাবুর মিয়া, গৌতম বর্মন এবং পঙ্কজ বর্মনকে বিচারক গতকাল, শুক্রবারই দোষী সাব্যস্ত করেছিলেন। প্রথম দুজনের বাড়ি গঙ্গারামপুরে। তৃতীয় অপরাধীর বাড়ি তপন এলাকায়।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার বেলঘর মাঠের পাশের একটি কালভার্টের নিচ থেকেই এক মহিলার দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় গত ৬ জানুয়ারি ২০২০ তারিখে। ঘটনার তদন্তে নেমে কুমারগঞ্জ থানার পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। একের পর এক তথ্য সংগ্রহ করতে থাকেন তদন্তকারীরা। মামলা শুরু হয় বালুরঘাট জেলা আদালতে। এডিজে ফার্স্ট কোর্টের বিচারক সন্তোষকুমার পাঠকের এজলাসে শুনানি চলতে থাকে। তিনজনের বিরুদ্ধেই চার্জশিট ফাইল করা হয়।
একাধিক সাক্ষ্যপ্রমাণ দাখিল হয় তাঁদের বিরুদ্ধে। গতকাল, শুক্রবার আদালত ধৃতদের দোষী সাব্যস্ত করে। আজ, শনিবার সাজা ঘোষণা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত