
বাঁকুড়া, ৬ ডিসেম্বর (হি.স.): বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে এক বাইক আরোহী দুধ ব্যবসায়ীকে ধাক্কা মেরে প্রায় ৪০ ফুট টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক নীল বাতি লাগানো গাড়ির চালকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হলেন ওই দুধ ব্যবসায়ী। শনিবার সকালে ঘটনাটি ঘটে কদমাঘাটি এলাকায়। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। পাশাপাশি আহত ওই দুধ ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ওই নীলবাতি লাগানো গাড়িটিকে দীর্ঘক্ষণ আটকে রাখা হলো রাজ্য সড়কে। এর ফলে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যানচলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা