
মুর্শিদাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.): মুর্শিদাবাদের ভরতপুরের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের ঘোষণা মতোই শনিবার বেলডাঙা-২ ব্লকের ছেতিয়ানি এলাকায় হবে একটি বিশেষ নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান। তার সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সমস্ত বিষয় খতিয়ে দেখছেন হুমায়ুন নিজেই। এ দিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুর্শিদাবাদকে।
সেখানে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চও। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত পুলিশকর্মী সেখানে মোতায়েন করা হয়েছে। হুমায়ুনের দাবি, সৌদি আরব থেকে ইমাম এবং অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসও সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। লোকভবনের পক্ষ থেকে বিশেষ নম্বরও চালু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা