
বীরভূম, ৬ ডিসেম্বর (হি.স.): মালদা মেডিক্যাল থেকে বাড়ি ফিরলেন সোনালি বিবি। শনিবার মেয়ে ও নাতিকে নিতে বীরভূম থেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন তাঁর বাবা ভাদু শেখ। অ্যাম্বুল্যান্স করে শনিবার দুপুরে বীরভূমের বাড়িতে ফেরেন সোনালি।
শুক্রবার মালদা সীমান্ত দিয়ে ভারতে আসেন সোনালি ও তাঁর নাবালক পুত্র সন্তান। তবে বাড়ি ফিরতে পারেননি। মালদা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোনালির শরীরে রক্তের পরিমাণ কম থাকলেও সুস্থই রয়েছেন তিনি। তাঁর নাবালক পুত্রও সুস্থ রয়েছে। তাছাড়া সোনালি অন্তঃসত্ত্বা। মালদা মেডিক্যালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন।
চিকিৎসকরা জানান, তিনি সুস্থ। তারপরই শনিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত