মালদা টাউন ও দিঘার মধ্যে বিশেষ ট্রেন চলবে : পূর্ব রেল কর্তৃপক্ষ
কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) শীতের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই মালদা টাউন ও দিঘার মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। মালদা টাউন–দিঘা–মালদা টাউন বিশেষ ট্রেনটি সেইসব যাত্রীদের জন্য বিশেষ উপকারী যারা
মালদা টাউন ও দিঘার মধ্যে বিশেষ ট্রেন চলবে : পূর্ব রেল কর্তৃপক্ষ


কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.)

শীতের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই মালদা টাউন ও দিঘার মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। মালদা টাউন–দিঘা–মালদা টাউন বিশেষ ট্রেনটি সেইসব যাত্রীদের জন্য বিশেষ উপকারী যারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শীতকালে দিঘার সমুদ্র সৈকতের মনোরম সৌন্দর্য উপভোগ করতে চান।

০৩৪৬৫ মালদা টাউন - দিঘা বিশেষ ট্রেনটি ১৩ ডিসেম্বর থেকে ২৭ তারিখ পর্যন্ত প্রতি শনিবার ১৩.১০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে একই দিনে ২৩.০০ মিনিটে দিঘা পৌঁছাবে (মোট ৩টি ট্রিপ) এবং ০৩৪৬৬ দিঘা - মালদা টাউন বিশেষ ট্রেনটি প্রতি শনিবার ১৩ ডিসেম্বর থেকে ২৭ তারিখ পর্যন্ত ২৩.৪০ ঘণ্টায় দিঘা থেকে ছেড়ে পরের দিন ০৯:২০ ঘণ্টায় মালদা টাউন পৌঁছাবে (মোট ৩টি ট্রিপ)। ট্রেনটি উভয় দিকেই নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর (শান্তিনিকেতন), বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনে থামবে। সুতরাং ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত আসনের ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, ০৩৪৬৫ মালদা টাউন–দিঘা বিশেষ ট্রেনের বুকিং পি আর এস ও ইন্টারনেটের মাধ্যমেই উপলব্ধ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande