যাত্রীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত বিশেষ ট্রেন চালাবে ইস্টার্ন রেলওয়ে
কলকাতা, ৬ ডিসেম্বর ( হি. স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ইস্টার্ন রেলওয়ে হাওড়া–নয়াদিল্লি এবং শিয়ালদহ–লোকমান্য তিলক রুটে আরও একটি করে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানায় পূর্ব রেল কর্তৃপ
পূর্ব রেল প্রতীকী ছবি


কলকাতা, ৬ ডিসেম্বর ( হি. স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ইস্টার্ন রেলওয়ে হাওড়া–নয়াদিল্লি এবং শিয়ালদহ–লোকমান্য তিলক রুটে আরও একটি করে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানায় পূর্ব রেল কর্তৃপক্ষ। অতিরিক্ত এই বিশেষ ট্রেনগুলির ফলে ৪০০০-রও বেশি বার্থ বাড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।হাওড়া–নয়াদিল্লি বিশেষ (০৩০০৯) আগামী ৮ ডিসেম্বর রাত ১১টা হাওড়া থেকে রওনা দেবে এবং তৃতীয় দিনের ভোর ৪টা ৩০ মিনিটে পৌঁছবে নয়াদিল্লিতে। ফিরতি ট্রেন ০৩০১০ নয়াদিল্লি–হাওড়া বিশেষ রওনা দেবে ১০ ডিসেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে এবং পরের দিন দুপুর ১টা ৩০ মিনিটে পৌঁছবে হাওড়ায়। পূর্ব রেল এলাকায় উভয় দিকেই ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে থামবে।অন্যদিকে, শিয়ালদহ–লোকমান্য তিলক বিশেষ (০৩১২৭) ৮ ডিসেম্বর রাত ১১টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং তৃতীয় দিনের বেলা ৩টা ৩০ মিনিটে পৌঁছবে। ফিরতি ট্রেন ০৩১২৮ লোকমান্য তিলক–শিয়ালদহ বিশেষ ১১ ডিসেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে। পথে নৈহাটি, বাঁদেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে থামবে।উভয় ট্রেনেই সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং এসি কোচের ব্যবস্থা থাকবে। ০৩০০৯ এবং ০৩১২৭ ট্রেনের টিকিট অনলাইন ও পিআরএস কাউন্টারে পাওয়া যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande