
কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.): রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর না থাকার কথা। কিন্তু এক ঝাঁক সাধুসন্ত তো থাকছেনই, সেই সঙ্গে থাকছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতানেত্রীরা!
এ রকমই জানা গিয়েছে রবিবারের ব্রিগেডে গীতাপাঠের বড় সমাবেশ নিয়ে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই প্রথম এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, পাঁচ লক্ষ হিন্দু গীতাপাঠ করবেন ব্রিগেডে! রবিবারের কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
কারা উপস্থিত থাকবেন, তা নিয়ে জল্পনা চলছিল। তবে থাকার কথা দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।
দিলীপবাবুর উপস্থিতি নিয়েই জল্পনা ছিল বিজেপির অন্দরে। সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির বড় কোনও কর্মসূচিতে সে ভাবে তাঁকে দেখা যায়নি। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিলেন রবিরারে কর্মসূচিতে থাকছেন।
বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘‘আমি আমন্ত্রণ পেয়েছি। যাব। সকাল ৯টা নাগাদ ব্রিগেডে পৌঁছে যাব।’’ তাঁর মতো সুকান্ত-শমীক এবং রাজ্যের অন্যান্য বিজেপি নেতানেত্রীকেও আমন্ত্রণ জানানো হয় উদ্যোক্তাদের তরফে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রবিবার ব্রিগেডে থাকবেন তাঁরাও।
আয়োজকদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দু’জনের কেউই থাকছেন না রবিবারের কর্মসূচিতে। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল বর্তমানে দিল্লিতে রয়েছেন। রবিবারের মধ্যে তাঁর কলকাতায় ফেরার সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রী থাকবেন কি না, তা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। তবে সূত্রের খবর, গত বারের মতো এ বারও তিনি গীতাপাঠের কর্মসূচিতে থাকছেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত