
মালদা, ৬ ডিসেম্বর ( হি. স.)- : মালদার হরিশ্চন্দ্রপুর থানার কালিতলা মোবারকপুর এলাকায় দাম্পত্য অশান্তির জেরে আত্মহত্যা করলেন এক যুবক। মৃতের নাম দুর্লভ সাহা। পেশায় তিনি একটি শোরুমে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মৌসুমী সাহার সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাদের দুটি কন্যাসন্তান রয়েছে।পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। অভিযোগ, বিবাহ বিচ্ছেদের উদ্দেশ্যে মৌসুমী সাহা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তিনি চাঁচল এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকা শুরু করেন। এই ঘটনার পর থেকেই দুই পক্ষের অশান্তি আরও বাড়তে থাকে বলে দাবি পরিবারের।ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে দুর্লভ সাহা সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে আত্মহত্যার পথ বেছে নেন। তাঁর এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দাম্পত্য অশান্তি থেকেই এমন পরিণতি বলে প্রাথমিকভাবে মনে করা হলেও অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়