দিনে-দুপুরে চলল গুলি, ব্যাপক উত্তেজনা ভাঙড়ে
ভাঙড়, ৬ ডিসেম্বর (হি. স.) : ভাঙড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশিপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। রবিবার শোনপুরে তৃণমূলের একটি ছাত্র যুব জনসভা রয়েছে। সূত্রের খবর, সেই উপল
দিনে-দুপুরে চলল গুলি, ব্যাপক উত্তেজনা ভাঙড়ে


ভাঙড়, ৬ ডিসেম্বর (হি. স.) : ভাঙড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশিপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

রবিবার শোনপুরে তৃণমূলের একটি ছাত্র যুব জনসভা রয়েছে। সূত্রের খবর, সেই উপলক্ষে ভোগালী দু’নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি আলিনুর মোল্লা-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কাঠালিয়া থেকে শোনপুর এলাকায় যাচ্ছিলেন। তখনই আইএসএফ কর্মী সমর্থকরা জড়ো হয়ে তাদের দেখে গালিগালাজ করে। তখনই এক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। দুই শিবিরের মধ্যে কার্যত সংঘর্ষের আবহ তৈরি হয়। মুহূর্তেই খবর চলে যায় পুলিশের কাছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই শিবিরের কর্মীদেরই সরিয়ে দেওয়া হয়।

আইএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা সবটাই অস্বীকার করেছে। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে । এলাকায় টহল দিচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande