
জলপাইগুড়ি, ৬ ডিসেম্বর (হি.স.) : জলপাইগুড়িতে ১০ এবং ১২ ফুট লম্বা দুটি বিশাল অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার তিস্তা সেতুর কাছের একটি এলাকা থেকে ১০ এবং ১২ ফুট লম্বা দুটি অজগর উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার পরিবেশকর্মীরা বিবেকানন্দ পল্লী এলাকা থেকে একটি মৃত অজগর উদ্ধার করেছেন, সম্ভবত গাড়ির ধাক্কায় মারা গেছেন। শনিবার সকালে আরও দুটি জীবন্ত অজগরের সন্ধান পাওয়ায় যায়। পরিবেশবিদরা দুটি অজগরকে নিরাপদে ধরে বন বিভাগের হাতে তুলে দিয়েছেন। তারা বলছেন, গত অক্টোবরে ভয়াবহ তিস্তা বন্যার সময়, নিকটবর্তী বন থেকে বেশ কয়েকটি অজগর জনবহুল এলাকায় ভেসে গিয়েছিল। আশংকা করা হচ্ছে যে আরও অনেক সাপ এখনও আশেপাশের এলাকায় লুকিয়ে থাকতে পারে। স্থানীয়দের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে, অন্যদিকে বন বিভাগ সমগ্র অঞ্চলে নজরদারি বাড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি