
কলকাতা, ৬ ডিসেম্বর, (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সংখ্যালঘু তোষণের রাজনীতিকে সম্পূর্ণভাবে, সুনিশ্চিতভাবে, যেকোনো মূল্যে পরাজিত করতেই হবে।বাংলাকে বাঁচাও। বাংলায় সনাতন ধর্মকে রক্ষা করো।” শনিবার এক্সবার্তায় এ কথা জানাল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি।
ওই বার্তায় লেখা হয়েছে, “আজ মুর্শিদাবাদে “বাবরি মসজিদ” নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তৃণমূলের ভোটব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে-
'যদি কেউ বাবরি মসজিদ নির্মাণে বাধা দেয়, আমরা মাথা কেটে ফুটবল খেলব!'
হ্যাঁ, ঠিকই পড়ছেন -মমতা শাসিত বাংলায় প্রকাশ্য দিবালোকে হিন্দুদের শিরশ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছে। এটা শুধু আইনশৃঙ্খলার ভেঙে পড়া নয় - এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রপন্থার বিস্তার।
যখন কথা বলার অপরাধে হিন্দুদের মাথা কাটার হুমকি দেওয়া হয়, যখন ইচ্ছাকৃতভাবে 'বাবরি মসজিদ' নামকরণ করা হয় হিন্দুদের উস্কানি ও অপমান করার জন্য, এবং যখন প্রশাসন নির্বাক দর্শকের ভূমিকা নেয় - তখন স্পষ্ট বুঝতে হবে পশ্চিমবঙ্গকে পরিকল্পিতভাবে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হচ্ছে।
হিন্দু বাঙালিদের নিজের জন্মভূমিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে।এভাবে চলতে থাকলে ২০২৬ অনেক দেরি হয়ে যাবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত