ছত্তিশগড়ে বাড়ছে শীতের প্রভাব, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস
রায়পুর, ৬ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। বিগত ২৪ ঘন্টায় রাজ্যের আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক ছিল। অনেক জেলায় রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে। অম্বিকাপুরে তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রায়পুরে সর্বনিম্ন তাপমাত্রা প্
ছত্তিরিশগড়ে বাড়ছে শীতের প্রভাব, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস


রায়পুর, ৬ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। বিগত ২৪ ঘন্টায় রাজ্যের আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক ছিল। অনেক জেলায় রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে। অম্বিকাপুরে তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রায়পুরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস এবং দুর্গে প্রায় ১১-১২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘন্টায় জগদলপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ০৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পুরসভা রায়পুরের বেশ কয়েকটি জায়গায় বনফায়ারের ব্যবস্থা করেছে।

আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানী রায়পুর, বিলাসপুর, দুর্গ, রাজনন্দগাঁও, বালোদ, বেমেতারা, বালোদাবাজার, কোরবা, বলরামপুর, দান্তেওয়াড়া, জাঞ্জগির-চম্পা, গৌরেলা-পেন্দ্র-মারওয়াহি এবং আরও বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও কমবে। আগামী দুই দিন রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande