ধর্মনগরে ভি-মার্টে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি নিয়ে তোলপাড়, প্রশাসনের আকস্মিক অভিযান
ধর্মনগর (ত্রিপুরা), ৬ ডিসেম্বর (হি.স.) : ভি-মার্টে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ধর্মনগরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ক্রেতার পোস্ট করা অভিযোগটি মুহূর্তে শহরজুড়ে ছড়িয়ে পড়ে। ঘটনার গুরুত্ব উপল
ত্রিপুরা সরকার


ধর্মনগর (ত্রিপুরা), ৬ ডিসেম্বর (হি.স.) : ভি-মার্টে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ধর্মনগরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ক্রেতার পোস্ট করা অভিযোগটি মুহূর্তে শহরজুড়ে ছড়িয়ে পড়ে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে প্রশাসন একাধিক বড় খুচরা বিপণিতে আকস্মিক পরিদর্শন শুরু করেছে।

শনিবার সকালে এসডিএম অফিসের একটি বিশেষ পরিদর্শন দল ভি-মার্টে অভিযান চালায়। অভিযানে ধর্মনগর পুর পরিষদ (ডিএমসি), পুলিশ, বিক্রয় কর বিভাগ, খাদ্য সুরক্ষা দফতর, ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড (টিএসপিসিবি), আইনি মেট্রোলজি এবং এসডিএম-এর খাদ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ, সংরক্ষণ পদ্ধতি, পণ্যের গুণমানসহ বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভি-মার্ট থেকে বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।

ভাইরাল পোস্ট ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ বাড়তে থাকে। বড় খুচরা বিক্রয়চেইনগুলিতে পর্যাপ্ত নজরদারি রয়েছে কি না, তা নিয়ে নাগরিকরা প্রশ্ন তোলে। অনেকেরই আশঙ্কা—এ ধরনের গাফিলতি ভোক্তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে।

প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে জানিয়েছে, “কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ভোক্তাদের সুরক্ষায় নজরদারি আরও কড়া করা হবে।”

শুধু ভি-মার্ট নয়, বিশাল মেগা মার্ট, স্মার্ট পয়েন্ট, নয়াপাড়া বাজারসহ শহরের অন্যান্য প্রধান বিপণিতেও আকস্মিক পরিদর্শন চালানো হয়। দলগুলি বিলিং সিস্টেম, এমআরপি অনুযায়ী মূল্য নির্ধারণ, স্টক রেজিস্টার, ওজন মেশিন, পরিবেশগত মান ও খাদ্য সুরক্ষা প্রোটোকল পর্যালোচনা করে।

নাগরিকরা দাবি তুলেছেন, শুধু বড় মল নয়, স্থানীয় দোকান ও বাজারগুলিতেও নিয়মিত পরিদর্শন চালাতে হবে। প্রশাসনের আশ্বাস, ভোক্তা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande