
আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : সংবিধান প্রণেতা ডঃ বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে অল ইন্ডিয়া এসসি-এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগরতলা শাখার উদ্যোগে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের সহযোগিতায় আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন ওএনজিসি আগরতলার অ্যাসেট ম্যানেজার সঞ্জীব কুমার ঝা।
ওএনজিসির মহিলা সমিতির হলঘরে আয়োজিত রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। উদ্বোধনের পর সঞ্জীব কুমার ঝা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এবং আয়োজকদের এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, “সংবিধান প্রণেতা ড. আম্বেদকরের এই দিনটির গভীর তাৎপর্য রয়েছে। দেশবাসীর মধ্যে সাম্য, ন্যায়বিচার ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে তাঁর জীবন উৎসর্গিত ছিল।”
প্রয়াণ দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মতোই আগরতলার এই রক্তদান শিবিরে দেখা গেছে রক্তদাতাদের বিশেষ আগ্রহ ও উদ্দীপনা। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডঃ আম্বেদকরের সামাজিক দর্শন ও মানবকল্যাণের আদর্শকে স্মরণ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ