মহাপরিনির্বাণ দিবসে ঐক্যের বার্তা, আম্বেদকরের আদর্শ তুলে ধরলেন রাজ্যপাল
আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : ভারতরত্ন ড. বি.আর. আম্বেদকরের মৃত্যুবার্ষিকী শনিবার আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। মহাপরিনির্বাণ দিবস উপলক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু
আগরতলায় আম্বেদকর স্মরণ


আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : ভারতরত্ন ড. বি.আর. আম্বেদকরের মৃত্যুবার্ষিকী শনিবার আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। মহাপরিনির্বাণ দিবস উপলক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক মীনা রানী সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তি আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্পণ করে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ড. আম্বেদকরের প্রজ্ঞা, দূরদৃষ্টি ও জাতীয় জীবনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, “ড. আম্বেদকরকে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছিল তাঁর তফসিলি জাতিভুক্ত পরিচয়ের কারণে নয়, বরং তাঁর অগাধ জ্ঞান, সবার সমান অধিকার নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি এবং গণতন্ত্রের প্রতি অবিচল বিশ্বাসের জন্য।” রাজ্যপাল সার্বজনীন ভোটাধিকারের নীতি তুলে ধরে বলেন, বিশ্বের বহু দেশে ভোটাধিকার সীমাবদ্ধ থাকলেও ভারতের সংবিধান ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রদান করেছে।

তিনি আরও মন্তব্য করেন যে আম্বেদকরের প্রদত্ত সংবিধান আজ বিশ্বের অন্যতম সর্বোত্তম সংবিধান। পাশাপাশি বর্তমান সরকার সংবিধানের আদর্শ অনুযায়ী তফসিলি জাতি ও দুর্বল শ্রেণির অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে বলেও জানান।

তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস ড. আম্বেদকরকে আধুনিক ভারতের প্রধান স্থপতি বলে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং প্রকৃত জাতি-নির্মাতা। তিনি জানান, প্রতি বছর ৬ ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হয় মহান এই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। সুধাংশু দাস বলেন, “বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সংবিধান প্রণয়নে তাঁর অবদান অনস্বীকার্য।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande