
আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : শিশুদের মধ্যে নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে ত্রিপুরায় চালু হল ‘সানস’ কর্মসূচি। শনিবার আগরতলা পুর নিগমের ভাটি অভয়নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাজ্য ও জেলা পর্যায়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিলের সদস্য হীরালাল দেবনাথ, আগরতলা পুর নিগমের উত্তর অঞ্চলের চেয়ারম্যান প্রদীপ চন্দ, মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদুল, ডেপুটি মিশন ডিরেক্টর নুপুর দেববর্মাসহ অন্যান্য অতিথিরা।
মেয়র দীপক মজুমদার জানান, শিশুদের নিউমোনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, 'সানস' কর্মসূচির মাধ্যমে মায়েদের শিশুস্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, সতর্ক করা এবং রোগ প্রতিরোধের সঠিক উপায় বোঝানো হবে।
তিনি আরও জানান, প্রতিবছর নিউমোনিয়ায় দেশের বহু শিশুর মৃত্যু হয়। এই মৃত্যুহার কমানোই 'সানস' প্রকল্পের মূল লক্ষ্য।
স্বাস্থ্য দফতরের অধীন এই উদ্যোগের মাধ্যমে শিশুদের সুস্থভাবে বড় করে তোলা এবং নিউমোনিয়া প্রতিরোধে পরিবারগুলিকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ