
কৈলাসহর (ত্রিপুরা), ৬ ডিসেম্বর (হি.স.) : মাইক্রোফিনান্সের কিস্তির ভারে নুইয়ে পড়ে আত্মহত্যার অভিযোগে উত্তাল ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার কাউলিকুড়া গ্রাম। মৃতার নাম অঞ্জনা মালাকার (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত হতদরিদ্র দিনমজুর পরিবারের ক্রমবর্ধমান আর্থিক সংকট এবং ধারদেনার চাপেই মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। শনিবার সকালে অঞ্জনার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশের একটি গাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মাইক্রোফিনান্স সংস্থার ঋণের চাপের ইঙ্গিত মিললেও, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।
এক মহিলা পুলিশ অফিসার জানিয়েছেন, একাধিক সংস্থার কাছ থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে ভয় ও দুশ্চিন্তায় ছিলেন অঞ্জনা। সেই চাপই তাঁর মৃত্যুর কারণ বলে দাবি গ্রামবাসীদেরও।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাউলিকুড়া গ্রামে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ