মনুঘাট সীমান্তে বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার বৈঠক, শান্তি ও নিরাপত্তা জোরদারে একসুর দুই বাহিনীর
কৈলাসহর (ত্রিপুরা), ৬ ডিসেম্বর (হি.স.) : ভারত–বাংলাদেশ সীমান্তের মানুঘাট ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিএস)-এ শনিবার অনুষ্ঠিত হল বিএসএফ ও বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ের এক গুরুত্বপূর্ণ সীমান্ত বৈঠক। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ
বিএসএফ বিজিবি বৈঠক


কৈলাসহর (ত্রিপুরা), ৬ ডিসেম্বর (হি.স.) : ভারত–বাংলাদেশ সীমান্তের মানুঘাট ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিএস)-এ শনিবার অনুষ্ঠিত হল বিএসএফ ও বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ের এক গুরুত্বপূর্ণ সীমান্ত বৈঠক। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ, চোরাচালান ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলিতে দুই পক্ষই মতবিনিময় করে। আন্তর্জাতিক সীমান্তে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক আস্থা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন উভয় বাহিনীর প্রতিনিধিরা।

কমান্ডাররা জানান, এ ধরনের বৈঠক সীমান্তে উদ্ভূত ভুল বোঝাবুঝি কমাতে, সীমান্ত অপরাধ দমনে যৌথ প্রচেষ্টা জোরদার করতে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেও এই সংলাপ বিশেষভাবে সহায়ক।

বিএসএফ ও বিজিবি কর্মকর্তারা শান্তিপূর্ণ ও কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা বজায় রাখতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুই প্রতিবেশী দেশের দীর্ঘস্থায়ী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষায় ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande