
আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার মোট জনসংখ্যার এক শতাংশকে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। সর্বভারতীয় সিভিল ডিফেন্স ও হোম গার্ড প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আগরতলায় এডি নগর পুলিশ মাঠে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে এ কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে. কে. সিনহা, ডিজিপি-সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান এবং শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর সময় যুদ্ধসদৃশ পরিস্থিতিতে সিভিল ডিফেন্স ও আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসনকে সহযোগিতা করা থেকে শুরু করে জীবন ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের এই কাজের স্বীকৃতিস্বরূপ জেলা, রাজ্য ও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী জানান, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং বাজেটে আলাদা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ২০২১ সালের জুলাই মাস থেকে রাজ্যের প্রতিটি জেলায় সিভিল ডিফেন্সের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। বর্তমানে রাজ্যে পাঁচ হাজার প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক রয়েছেন। জনসংখ্যার ভিত্তিতে রাজ্যের এক শতাংশ মানুষের সমান স্বেচ্ছাসেবক তৈরি করাই সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় সরকারও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ