
আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনিতে আধুনিক ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও ওয়াটার পার্ক গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে শনিবার প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
পর্যটন সচিব উত্তম কুমার চাকমা, অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, সমাজকর্মী রঞ্জিত রায় চৌধুরীসহ বিভিন্ন দফতরের আধিকারিক ও স্থানীয় প্রতিনিধিরা এদিন মন্ত্রীর সঙ্গে এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আত্মনির্ভর ও উন্নত ত্রিপুরার স্বপ্ন পূরণে পর্যটন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরাকে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলতে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কলকাতার নিকো পার্কের আদলে একটি অত্যাধুনিক পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যেই এই মাঠ পর্যবেক্ষণ।
অধিকারিকদের মতে, ইকো-ট্যুরিজমের সঙ্গে অ্যাডভেঞ্চার ও জলভিত্তিক বিনোদন যুক্ত করে পর্যটন কাঠামোকে বৈচিত্র্যময় করার উদ্যোগ সরকারের আর্থ-সামাজিক উন্নয়নের দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করছে। নতুন পার্কটি তৈরি হলে ত্রিপুরার পর্যটন আকর্ষণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ