
পালঘর, ৭ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলায় শনিবার মধ্যরাতে বছর ৩৫ এর এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী এবং ভাইপোও দগ্ধ হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ভিরাড় এলাকার ফুলপাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অখিলেশ বিশ্বকর্মা। তিনি এলাকায় একটি লোহা ঝালাইয়ের দোকান চালাতেন। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অখিলেশ আর্থিক টানাটানি ও ঋণের দায়ে সম্প্রতি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার জেরেই নিজের বাড়িতে গায়ে দাহ্য কিছু ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর স্ত্রী সামান্য দগ্ধ হলেও ভাইপো গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ