
আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.): ত্রিপুরার রাজধানী আগরতলা প্রস্তুত এক জমজমাট সঙ্গীত সন্ধ্যার জন্য। আগামী ১২ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে ইউনিটি প্রোমো ফেস্ট-এর গ্র্যান্ড ফিনালে, যেখানে বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক জুবিন নৌটিয়াল লাইভ সঙ্গীত পরিবেশন করবেন।
রাজ্যের পাঁচটি বিখ্যাত পর্যটন কেন্দ্র আয়োজিত এই উৎসবের সমাপ্তি উপলক্ষে এই অনুষ্ঠানে থাকবে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি। ইতিমধ্যেই উৎসব ঘিরে জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এক সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছেন, সঙ্গীতপ্রেমীরা ৮ থেকে ১১ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্বেতমহলে অবস্থিত পর্যটন দফতর থেকে বিনামূল্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি পর্যালোচনার জন্য মন্ত্রী রবিবার ঊর্ধ্বতন পর্যটন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিদের নিয়ে স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন। পরিদর্শনকালে মঞ্চের প্রস্তুতি, দর্শকদের বসার ব্যবস্থা, নিরাপত্তা প্রটোকল ও সামগ্রিক পরিকল্পনা পরীক্ষা করা হয়।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতেই এই উৎসব। তিনি সকলকে সহযোগিতা করে অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতে আহ্বান জানান।
জুবিন নৌটিয়ালের লাইভ পরিবেশনাকে কেন্দ্র করে আগরতলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ইউনিটি প্রোমো ফেস্ট-এর এই বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানকে ত্রিপুরা এই বছরের অন্যতম বৃহৎ সঙ্গীত আসর হিসেবে দেখছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ