
বীরভূম, ৭ ডিসেম্বর (হি.স.): প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে ছুরি মারার অভিযোগ উঠল অন্য এক ব্যবসায়ীর বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটি পূর্ব বাজার এলাকায়। আহত কাপড় ব্যবসায়ীর নাম নীলু দত্ত, তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, রকি শেখ নামে এক ফুটপাত ব্যবসায়ীর কাছে নীলু পাওনা টাকা আনতে গিয়েছিলেন। তা নিয়ে দু'জনের বচসা বাধে। অভিযোগ, রকি বচসা চলাকালীন পাশের একটি দোকান থেকে ছুরি নিয়ে এসে নীলুর পেটের বাঁ দিকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা আহত নীলুকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করে। আক্রান্তের স্ত্রী পপি দত্ত রকি শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ