
মালদা, ৭ ডিসেম্বর ( হি. স.) : মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ বড়সড় সাফল্য অর্জন করল। শনিবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে পুলিশ দুই জন মাদক পাচারকারীকে আটক করে। ধৃতদের নাম জিয়াউল ও সুরজিৎ মণ্ডল, দু’জনেই কালিয়াচক থানার বাসিন্দা।গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাদের তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে উদ্ধার করে ১ কেজি ২১১ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতরা মাদক চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তারা বিপুল পরিমাণ ব্রাউন সুগার কোথা থেকে সংগ্রহ করে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের দাবি, এই চক্রের পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের মূল ষড়যন্ত্র উন্মোচন করার চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়