শৈত্যপ্রবাহর পূর্বাভাস ঝাড়খণ্ডের একাধিক জেলায়
রাঁচি, ৭ ডিসেম্বর (হি.স.): শৈত্যপ্রবাহ শুরু হয়েছে ঝাড়খণ্ডের একাধিক জেলায়। আবহাওয়া দফতর রবিবার জানিয়েছে, রাজ্যের অন্তত ৮টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। তার মধ্যে রয়েছে, বোকারো, দেওঘর, কোডারমা, গুলমা, হাজারিবাগ, খুন্তি, লোহা
শৈত্যপ্রবাহর পূর্বাভাস ঝাড়খণ্ডের একাধিক জেলায়


রাঁচি, ৭ ডিসেম্বর (হি.স.): শৈত্যপ্রবাহ শুরু হয়েছে ঝাড়খণ্ডের একাধিক জেলায়। আবহাওয়া দফতর রবিবার জানিয়েছে, রাজ্যের অন্তত ৮টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। তার মধ্যে রয়েছে, বোকারো, দেওঘর, কোডারমা, গুলমা, হাজারিবাগ, খুন্তি, লোহারদাগা এবং রাঁচি। গুলমায় সর্বনিম্ন তাপমাত্রা ৩.৫ ডিগ্রি, খুন্তির তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আগামী এক-দু'দিনের মধ্যে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভবনা রয়েছে।

এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর (আই এম ডি) পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় ও ওড়িশায় রবিবার থেকে দু’দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও হিমাচল প্রদেশে ঘন কুয়াশা থাকবে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি ও কড়াইকলে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে বলে আই এম ডি জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande