গোয়ায় অগ্নিকাণ্ডে শোকাহত অতিশী, দুষলেন বিজেপিকে
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর গোয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। তিনি আক্রমণ করলেন বিজেপিকে। রবিবার অতিশী বলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের গভীর স
গোয়ায় অগ্নিকাণ্ডে শোকাহত অতিশী, দুষলেন বিজেপিকে


নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর গোয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। তিনি আক্রমণ করলেন বিজেপিকে। রবিবার অতিশী বলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা আশা করি যারা হাসপাতালে আছেন তারা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু গোয়ার বিজেপি সরকারকে জবাবদিহি করতে হবে। এই নাইটক্লাবটি কোনও অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল কীভাবে? যদি কোনও অনুমতি ছাড়াই পরিচালিত হত, তবে কীভাবে বিদ্যুৎ সংযোগ পেল? কীভাবে জল সংযোগ পেল? কীভাবে মদের লাইসেন্স পেল? যদিও মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজেই বলেছেন, কোনও লাইসেন্স ছিল না, তবে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? কেন কোনও ঊর্ধ্বতন আধিকারিককে বরখাস্ত করা হয়নি? কেন বিশ্বজিৎ রানেকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়নি? এটা খুব স্পষ্ট যে বিজেপি গোয়ায় যে ব্যাপক দুর্নীতি এনেছে তার কারণেই। এখন বিজেপির এই দুর্নীতি ২৫ জন নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে। বিজেপি সরকারকে জবাব দিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande