মহোদিপুর সীমান্তে জাল নোট-সহ বাংলাদেশি নাগরিক আটক
মালদা, ৭ ডিসেম্বর ( হি. স.) : ভারত–বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক স্থলবন্দর মহোদিপুরে জাল নোট পাচারের চেষ্টা রুখে দিলো বিএসএফ। পাসপোর্ট–ভিসা করে বৈধ পথে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে জাল নোটসহ আটক করে বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটালিয়নের জওয়া
জাল নোট পাচারকারী


মালদা, ৭ ডিসেম্বর ( হি. স.) : ভারত–বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক স্থলবন্দর মহোদিপুরে জাল নোট পাচারের চেষ্টা রুখে দিলো বিএসএফ। পাসপোর্ট–ভিসা করে বৈধ পথে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে জাল নোটসহ আটক করে বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের নাম মহম্মদ রাজ্জান (৩৪)। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকসা ইউনিয়নের খড়িয়াল গ্রামে।শনিবার সীমান্তে নাকা চেকিং চলাকালীন তাঁর লাগেজ ও ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করে বিএসএফ। তল্লাশিতে উদ্ধার হয় মোট ১৯,৫০০ টাকার জাল ভারতীয় নোট। বিএসএফের দাবি, সাধারণ যাত্রীর ভান করে রাজ্জান ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তবে তার উদ্দেশ্য ছিল জাল নোট পাচার করা।ধৃতকে বিএসএফ ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার মালদা জেলা আদালতে পেশ করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার যোগাযোগসূত্র, পাচারচক্রের নেটওয়ার্ক এবং জাল নোটের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande