বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক থেকে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ডেলিভারি কর্মী হাসপাতালে
আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় জয়নগর মিডেল রোডের পুকুরপাড় এলাকায় বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নিদগ্ধ হন শ্রীকৃষ্ণ পাল নামে এক গ্যাস ডেলিভারি কর্মী। বর্তমানে তিনি আগর
বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ড


আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় জয়নগর মিডেল রোডের পুকুরপাড় এলাকায় বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নিদগ্ধ হন শ্রীকৃষ্ণ পাল নামে এক গ্যাস ডেলিভারি কর্মী। বর্তমানে তিনি আগরতলায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথের মেয়ের বিয়েকে কেন্দ্র করে রবিবার সকালে বাড়িতে রান্নার প্রস্তুতি চলছিল। রান্নার জন্য দু’টি গ্যাস সিলিন্ডার এনে দেন ডেলিভারি বয় শ্রীকৃষ্ণ পাল। একটি সিলিন্ডারে চুল্লি লাগানোর পরই সংযোগ দিতে গিয়ে সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে এবং মুহূর্তে আগুন ধরে যায়।

আগুন আয়ত্তে আনতে ও চুল্লির সুইচ অফ করতে গিয়ে আগুনে হাত ও পায়ে গুরুতর দগ্ধ হন শ্রীকৃষ্ণ পাল। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে শ্রীকৃষ্ণ পাল জানান, সংশ্লিষ্ট চুল্লিতে ত্রুটি থাকার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande