ব্রিগেডে গীতাপাঠের আসরে রাজ্যপাল
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): ধর্মীয় অনুষ্ঠানে হাজির রাজ্যের সাংবিধানিক প্রধান| রবিবার দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে গীতাপাঠের অনুষ্ঠানে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে দেখা যায় রাজ্যপাল
ব্রিগেডে গীতাপাঠের আসরে রাজ্যপাল


কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): ধর্মীয় অনুষ্ঠানে হাজির রাজ্যের সাংবিধানিক প্রধান| রবিবার দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে গীতাপাঠের অনুষ্ঠানে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। গীতা থেকে মহাভারতের কথা শোনা গেল তাঁর মুখে। ভ্রষ্টাচারের বিরুদ্ধে চড়ালেন সুর। ফের মনে করে করালেন শ্রীকৃষ্ণ-অর্জুনের সমীকরণের কথা। কীভাবে মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন সেই গল্পও শোনালেন। বললেন, শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলেছিলেন কর্ম করে যাও অর্জুন। আর আজ বাংলা কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

এদিন গীতাপাঠের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়। মূল মঞ্চের দু’পারে অপেক্ষাকৃত ছোট দু’টি মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন সাধুসন্তরা। উপস্থিত রয়েছেন স্বামী জ্ঞানানন্দ, স্বামী ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী এবং সাধ্বী ঋতম্ভরা। রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। কর্মসূচিতে যোগ দেন মতুয়াদের একাংশও।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande